আলোক মশাল
ঘোর- আধারে আকাশ মাটি
ছেয়ে গেল যখন,
আলোক মশাল হয়ে তিনি
ধরায় এলেন তখন।
আরব ভূমি ধন্য হলো
তাঁহার পরশ পেয়ে,
আধার ঘুচে আলো এলো
সকল জগত জুড়ে।
দিন দুপুরে পথে ঘাটে
চলতো অনেক খুন,
জানুয়ারী বা ফেব্রুয়ারী
কিংবা এপ্রিল জুন।
তেমন সময় নবী এলেন
জাতীর ত্রাণ নিয়ে,
সকল আধার দূরে পালায়
আলোক মশাল পেয়ে।
আল্লাহ মহান
কার ইশারায় বিরান ভূমি
ফুল ফসলে ভরে,
কার ইশারায় আকাশ হতে
অঝর বৃষ্টি ঝরে।
কার নামে ঐ খা পাখ পাখালী
গাহে গুনগান,
তিনি হলেন সবার মালিক
আল্লাহু মহান।
কার ইশারায় ফুল বনেতে
ফুল ফোটে ঐ নিত্যদিন,
কার মহিমায় এই ধরাতে
মায়ের হাসি অমলিন।
কার ইশারায় সাগর বুকে
ওঠে কলতান,
তিনি হলেন মালিক খোদা
রহিম রহমান।
তুমি সৃজিলে
প্রভু তুমি সৃজিলে
বিশ্ব জাহান
আমায় তুমি বানালে
আরও দিলে প্রাণ।
চারদিকে যা কিছু
দেখি আজ সবে
তোমারই নাম জ্বপে
সারা দিন রাতে
আমায় তুমি মুক্তি দিও
কাল হাশরের মাঠে
লজ্জা তুমি দিওনাগো
পাপীষ্ঠদের সাথে।
রবের দয়া
আল্লাহ হলেন সবার খালিক
রিজিকদাতা তিনি
আল্লাহ হলেন সবার মালিক
ক্ষমাদাতাও যিনি।
পাপ করে যব সকল মানুষ
হতাশ হয়ে যায়
তার দয়াতেই আবার তারা
শান্তি ফিরে পায়।
তার দয়া আজ সবার মাঝে
সমান বিরাজমান
তিনি হলেন সবার মালিক
রহিম রহমান।
