Home খেলানজিরবিহীন ঘটনা : বিদেশি ছাড়াই খেলছে রাজশাহী, যা বলছে বিসিবি

নজিরবিহীন ঘটনা : বিদেশি ছাড়াই খেলছে রাজশাহী, যা বলছে বিসিবি

by .

এম. জে. এফ নিউজ- 26 জানুয়ারি

বিপিএলে নজিরবিহীন ঘটনা! নিয়ম অনুযায়ী, দুজন বিদেশি ক্রিকেটার একাদশে রাখা বাধ্যতামূলক হলেও শুধু দেশিদের নিয়েই মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। 

কোনো বিদেশি ক্রিকেটার মাঠে না আসা প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু আজ রোববার মিরপুরে গণমাধ্যমকে বলেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটা এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।’

আজকের মধ্যেই সিদ্ধান্তের কথা জানালেন মিঠু, ‘বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরণের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।’

‘এই পর্যায়ে যে যাবে এটা কিন্তু কেউ ভাবেনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাদের ওপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার। বিপিএল ক্রিকেট বোর্ডের একটা সম্পত্তি। সেটি রক্ষার জন্য বিসিবির নিয়ম অনুযায়ী যে যে ব্যবস্থা নেওয়ার আছে, সেগুলো নেওয়া হবে।’

সূত্র:ঢাকা পোস্ট

শেয়ার করুন:

Related Articles

Leave a Comment