Home প্রযুক্তিপৃথিবীর ঘূর্ণনশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের কৌশল আবিষ্কার

পৃথিবীর ঘূর্ণনশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের কৌশল আবিষ্কার

by .

সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষে ঘুরছে পৃথিবীরয়টার্স

জ্বালানি–সংকট মোকাবিলার পাশাপাশি পরিবেশদূষণ কমাতে বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরেই সৌর ও বায়ুশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। জিওথার্মাল তাপ ব্যবহার করেও বিদ্যুৎ উৎপাদন করছে অনেক দেশ। তবে প্রাকৃতিক এসব উৎসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এবার পৃথিবীর ঘূর্ণনশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের নতুন কৌশল আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

২০১৬ সালে প্রথম যুক্তরাষ্ট্রে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছিল। তবে কৌশলটি তেমন গুরুত্ব পায়নি সে সময়। এবার যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পৃথিবীর চৌম্বকক্ষেত্রের মাধ্যমে বিদ্যুৎ তৈরির জন্য সিলিন্ডারযুক্ত একটি যন্ত্র তৈরি করেছেন। বিজ্ঞানীদের দাবি, যন্ত্রটি পৃথিবীর ঘূর্ণনশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

ম্যাংগানিজ-জিংক ফেরাইট দিয়ে তৈরি এক ফুট লম্বা যন্ত্রটির কার্যকারিতা এরই মধ্যে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, পৃথিবীর ঘূর্ণনশক্তি কাজে লাগিয়ে ১৭ মাইক্রো ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করেছে যন্ত্রটি। বিদ্যুৎ তৈরির এই কৌশল ফিজিক্যাল রিভিউ রিসার্চ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

পৃথিবীর ঘূর্ণনশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের নতুন কৌশলের বিষয়ে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ক্রিস্টোফার সাইবা বলেন, পৃথিবীর পৃষ্ঠের সাপেক্ষে স্থির থাকা কোনো পরিবাহী তার চৌম্বকক্ষেত্র থেকে শক্তি উৎপন্ন করতে পারে না—এই ধারণাকে ভুল প্রমাণ করেছে যন্ত্রটি।

সূত্র: পপুলার মেকানিকস ডট কম

শেয়ার করুন:

Related Articles

Leave a Comment