23
গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৮৪৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এছাড়া একই সময়ে ইসরায়েলি হামলায় অন্তত ১ লাখ ১৫ হাজার ৭২৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আল জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া ৪১ জন আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ মৃত্যুসহ গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে মৃতের সংখ্যা ১ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ইসরায়েল তাদের আক্রমণ পুনর্নবীকরণ করার পর থেকে আরো ৩ হাজার ৬৮৮ জন আহত হয়েছেন।