Home ইসলামপিতা-মাতার মৃত্যুর পর সন্তানের যা করণীয়

পিতা-মাতার মৃত্যুর পর সন্তানের যা করণীয়

by .

জীবদ্দশায় পিতা-মাতার সঙ্গে যেমন সদ্ব্যবহার করা কর্তব্য, তেমনি মৃত্যুর পরও তাদের জন্য সন্তানদের সদাচারণ অব্যাহত রাখা জরুরি। এক হাদিসে রাসুল (সা.) পিতা-মাতার মৃত্যুর পর সন্তানদের চারটি আমল অব্যাহত রাখতে বলেছেন।

عَنْ أَبِي أُسَيْدٍ يُحَدِّثُ الْقَوْمَ قَالَ‏:‏ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ رَجُلٌ‏:‏ يَا رَسُولَ اللهِ، هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ بَعْدَ مَوْتِهِمَا أَبَرُّهُمَا‏؟‏ قَالَ‏:‏ نَعَمْ، خِصَالٌ أَرْبَعٌ‏:‏ الدُّعَاءُ لَهُمَا، وَالِاسْتِغْفَارُ لَهُمَا، وَإِنْفَاذُ عَهْدِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لاَ رَحِمَ لَكَ إِلاَّ مِنْ قِبَلِهِمَا‏.‏

অর্থ : আবু উসাইদ (রা.) বর্ণনা করেছেন, আমরা নবী (সা.)-এর কাছে উপস্থিত ছিলাম। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল! আমার পিতা-মাতার মৃত্যুর পর তাদের সঙ্গে সদ্ব্যবহার করার কোনো অবকাশ আছে? তিনি বললেন, ‘হ্যাঁ।

চারটি উপায় আছে। এক. তাদের জন্য দোয়া করা। দুই. তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তিন. তাদের প্রতিশ্রুতি পূর্ণ করা।

এবং চার. তাদের বন্ধু-বান্ধবদের সম্মান করা ও আত্মীয়-স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করা, যারা তাদের মাধ্যমে তোমার আত্মীয় (ইবনে মাজাহ, হাদিস : ৩৬৬৪)।

শেয়ার করুন:

Related Articles

Leave a Comment