Home ইসলামফতোয়া মাসাইল । কিস্তিতে পণ্য কেনা জায়েজ ?

ফতোয়া মাসাইল । কিস্তিতে পণ্য কেনা জায়েজ ?

by .
ফতোয়া মাসাইল । কিস্তিতে পণ্য কেনা জায়েজ ?

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি মুহাম্মাদ বেলাল উদ্দিন মণ্ডল । আমি জানতে চাই যে, কিস্তিতে কিছু কেনা জায়েয আছে কি? অনেক মুফতি সাহেব বলেন কিস্তিতে কেনা জায়েজ নাই ওইটা ইন ডাইরেক্ট সুদ। আমার প্রশ্নের উত্তর দলিল সহকারে দিলে খুবই উপকৃত হবো।

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم

“কিস্তিতে ক্রয় বিক্রয় ইনডাইরেক্ট সুদ” একথা শুদ্ধ নয়। বরং শর্তসাপেক্ষে কিস্তিতে ক্রয়-বিক্রয় করা জায়েজ আছে। এবং কিস্তির মূল্য নগদ মূল্যের চেয়ে বেশি নেওয়াও জায়েয আছে।

তবে কিস্তিতে বিক্রির ক্ষেত্রে নিম্নোক্ত শর্তের প্রতি লক্ষ্য রাখতে হবে- ১. পণ্যের মূল্য ও আদায়ের তারিখ সুনির্দিষ্ট হতে হবে। ২. চুক্তির সময় পণ্যের মূল্য চূড়ান্ত হওয়ার পর কিস্তি আদায়ে বিলম্ব বা পণ্যের দাম বেড়ে যাওয়া ইত্যাদির কারণে পুনরায় মূল্য বৃদ্ধি করা যাবে না। ৩. কিস্তি আদায়ের জন্য পণ্য আটকে রাখা যাবে না; বরং চুক্তির পর পরই পণ্য ক্রেতাকে বুঝিয়ে দিতে হবে। মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী জিদ্দা ৭/২/৩২-৩৬; বাইউত তাকসীত ওয়া আহকামুহু, সুলাইমান আততুরকী পৃষ্ঠা : ২২৮; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআছিরা, আল্লামা তাকী উসমানী ১/৭

উপরোক্ত শর্ত ভঙ্গ করলে কিস্তি বিক্রি সহিহ হবে না।

উল্লেখ্য ঋণের কিস্তি আর ব্যবসার কিস্তি দুইটা এক নয়। সাধারণত যারা মানুষকে ঋণ দিয়ে সেখান থেকে সুদ খায় তারা তাদের সুদ-আসল কিস্তিতে উসুল করে থাকে। সেখানে মূলত সুদের কারণেই সেই কিস্তি হারাম। তা না হলে সুদ মুক্ত হলে কিস্তিতে ঋণ পরিশোধ করতে কোনো বাঁধা নাই।

যারা কিস্তিতে ক্রয় বিক্রি করাকে “ইনডাইরেক্ট সুদ” বলেছেন তার নিশ্চয়ই উভয়টিকে গুলিয়ে ফেলেছেন। والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

শেয়ার করুন:

Related Articles

Leave a Comment