Home ইসলামমনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে সীরাত প্রতিযোগিতা শুরু

মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে সীরাত প্রতিযোগিতা শুরু

by .
মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে সীরাত প্রতিযোগিতা শুরু

মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশন “এসো নবীজীকে জানি ঈমানের টানে” শিরোনামে প্রাইমারী স্কুল সীরাত প্রতিযোগিতা ২০২৫ শুরু করেছে। গোপালগঞ্জ সদরের প্রায় ৫০টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো, শিশুদের মনে মহানবী (সা.)-এর জীবনী পরম যত্নে এঁকে দেওয়া, যেন তারা বড় হয়ে তাঁর দেখানো পথে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। গোপালগঞ্জ সদর উপজেলার ৮০ নং বলাকইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে, যেখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ১৯ জন ছাত্র-ছাত্রী প্রাথমিকভাবে অংশ নিয়েছে। প্রতিযোগীদের মধ্যে সেরা তিনজনের হাতে বিদ্যালয়ের শিক্ষকরা পুরস্কার তুলে দেন।

সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন

মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, জনাব মোঃ কামরুজ্জামান শিকদার (কামাল), এই আয়োজনকে অত্যন্ত ভালো সংবাদ বলে আখ্যা দিয়েছেন। ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি, মুফতি মুহাম্মাদ আইয়ুব, বলেন, “আমরা পর্যায়ক্রমে এই পবিত্র আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। কেননা, যদি মুসলিম শিশুরা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানে, তাহলে ওদের দুনিয়া ও আখেরাত বিনষ্ট হবে। একই সাথে কাল কেয়ামতে আমরা যারা দায়িত্বশীল, তারা নবীজীকে মুখ দেখাতে পারব না। তাই উভয় জগতের কল্যাণ অর্জনে নবীজীকে চেনার কোনো বিকল্প নেই।”

সীরাত প্রতিযোগিতার তথ্য ও সহযোগিতা দিচ্ছে দ্বীনিয়াত বাংলাদেশ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রধান, মুফতি সালমান আহমাদ, অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে এই আয়োজনকে সমর্থন করছেন এবং শতভাগ সফলতার জন্য বিশেষ ভূমিকা রাখছেন। সীরাত প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জে.কে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ।

আল্লাহ পাক মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের এই আয়োজন কবুল করুন।

শেয়ার করুন:

Related Articles

Leave a Comment