পরাজয় যখন আসে তখন বুদ্ধিমানরা চিন্তায় ডুবে যায়,কারণ তালাশ করে কেন আমার পরাজয় হল?
সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় মসজিদের ইমাম সাহেবরা হামলার শিকার হচ্ছেন নিজ এলাকায় এমনকি মসজিদের ভিতর!
বিষয়টি ভাববার, গভীর চিন্তার।
উম্মতের কান্ডারি আলেম উলামা ইমাম আইম্মারা হচ্ছেন সবার শ্রদ্ধার পাত্র সেখানে তাঁরা এমন ন্যাক্কারজনক পরিস্থিতির শিকার হওয়া মানে উভয়ের মাঝে দূরত্ব ও বৈরীতার প্রমাণ।
দেশ জাতীর মাঝে এহেন পরিস্থিতি বিরাজমান থাকা জাতির ভাগ্যাকাশে কালো মেঘের আনাগোনা প্রকট।
চিন্তা করে দেখলাম সমাধান আলেম উলামা ইমাম আইম্মাদের হাতে।
নিজ নিজ এলাকার মুসল্লী ও জনসাধারণকে আপন করে নেওয়া ছাড়া পথ নেই ।
ইমাম সাহেব যদি মনে করেন আমার দায়িত্ব শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো আর জুম্মার দিন খুতবা বয়ান দেওয়া তাহলে ভুল হবে মারাত্মক।
আল্লাহর রাসূল সাঃ তাঁর উম্মতকে দ্বীন শিখাতে এসেছিলেন শুধু নামাজ পড়াতে আসেননি।
যে জন্য সাহাবায়ে কেরাম যখন নবীজীর মাধ্যমে দ্বীন পেয়েছিলেন তখন তাঁর জন্য ইসলামের প্রতিটি রণাঙ্গনে জীবন উৎসর্গ করেছিলেন এমনকি তাঁর ইন্তেকালে অস্থির হয়ে বলেছিলেন, যে বলবে নবীজী ইন্তেকাল করেছেন আমি তার গর্দান উড়িয়ে দিব”
যারা মিথ্যা নবুওয়াত দাবী করেছিল তাদেরকে পর্যন্ত সাহাবায়ে কেরাম সমূলে উৎপাটন করে দিয়েছিলেন।
প্রিয় পাঠক! প্রশ্ন জাগে না যে, নবীজীর (সাঃ) জন্য তাঁর সাহাবারা কেন পাগলপারা ছিলেন?
উত্তর একটাই তাঁরা অন্ধকার থেকে আলোর পথে এসেছিলেন নবীজীর হাত ধরে,আল্লাহকে চিনতে পেরেছিলেন হুজুর সাঃ এর মাধ্যমে।
তাই তাঁরা নবীজী সাঃ এর এক হুকুমে লুটিয়ে দিতেন জীবন যৌবন ধন সম্পদ পরিবার পরিজন।
এক উহুদের ইতিহাস পড়ুন,হয়রান হয়ে যাবেন নবীপ্রেম কাকে বলে?
পক্ষান্তরে এই যুগে আমি বয়ান করি, আমি নবীর ওয়ারিশ আমার যত্ন নাও, আগে আগে সালাম দাও,মুখের উপর কথা বলা যাবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু বেচারা মুসল্লি জানেই না নবীর ওয়ারিশ মানে কি? নবী কে!
এই ব্যর্থতা কার? আমার চোখে ইমাম সাহেব, হুজুর সাহেবের কারণ তিনি তার মুসল্লিকে নবীজী, সাহাবী, দ্বীন ইসলাম সম্পর্কে কিছুই জানাননি, শিখাননি।
ফল যা হবার তা ই হচ্ছে।
সুতরাং অবস্থা পরিবর্তনের জন্য এই উম্মাহকে দ্বীন শিখানো ছাড়া বিকল্প পথ দেখছি না।
উম্মাহর কান্ডারি সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী,মাওলানা মনজুর নো’মানী, মুজাহিদে আ’জম আল্লামা শামসুল হক্ব ফরিদপুরী হযরত হাফেজ্জী হুজুর সহ চিন্তাশীল সকল উলামাগণ বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন,করণীয় বলে গিয়েছেন।
কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে যে উলামায়ে কেরামের উপর এমন দুর্যোগ নেমে আসবে কে জানত?
লেখক: মুহাম্মদ আইয়ুব শেখ
সম্পাদক: এম জে এফ নিউজ