রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে ইউক্রেন সংকট সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন—বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
চীনা সরকারের এক বিবৃতিতে বলা হয়, এ সপ্তাহের শুরুর দিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফরের ফলাফল এবং ‘ইউক্রেন সংকট’ নিয়ে শি-কে অবহিত করেন পুতিন। আলোচনায় রাশিয়া-চীনের পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারত্বের বিষয়ও গুরুত্ব পায়।
শি জিনপিং মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ অব্যাহত রাখা, সম্পর্ক উন্নয়ন এবং ‘ইউক্রেন সংকটের’ রাজনৈতিক সমাধানের প্রচেষ্টাকে স্বাগত জানান। তিনি পুতিনকে জানান, বেইজিং ‘তার স্থায়ী অবস্থান বজায় রাখবে’ এবং ‘শান্তি ও সংলাপের প্রচার’ অব্যাহত রাখবে।
দুই নেতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন।
ক্রেমলিনের এক পৃথক বিবৃতিতে জানানো হয়, উইটকফের সফরের প্রধান ফলাফল নিয়েও দুই প্রেসিডেন্ট কথা বলেন। বিবৃতিতে বলা হয়, ‘প্রদত্ত তথ্যের জন্য ধন্যবাদ জানিয়ে শি জিনপিং দীর্ঘমেয়াদি ভিত্তিতে ইউক্রেন সংকট সমাধানে সমর্থন ব্যক্ত করেছেন।’
দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক অগ্রাধিকারমূলক কিছু ইস্যু নিয়েও মতবিনিময় করেন। এর মধ্যে রয়েছে পুতিনের আসন্ন চীন সফরের প্রস্তুতি—যেখানে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং সামরিকতাবাদী জাপানের ওপর বিজয় ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে যোগ দেবেন।
এর আগে একই দিনে পুতিন ইউক্রেন সংকট ইস্যুতে কাজাখস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে কথা বলেন।
পুতিনের আসন্ন দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা। গণমাধ্যমের তথ্যমতে, এই শীর্ষ বৈঠক সোমবারের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে।