Home রাজনীতিপ্রবন্ধ । জালিমের বন্দীশালায় যার কলম থেমে যায়নি

প্রবন্ধ । জালিমের বন্দীশালায় যার কলম থেমে যায়নি

by .
প্রবন্ধ । জালিমের বন্দীশালায় যার কলম থেমে যায়নি

আমিনুল ইসলাম কাসেমী

আল্লামা মামুনুল হক। তিনি একটি নাম একটি সংগ্রাম। যার জীবনটাই সংগ্রামী জীবন। সর্বপ্রথম ২০১৩ সালে হেফাজতের আন্দোলনের সময় তিনি কারাবরণ করেন। প্রায় তিনমাস জালিমের জুলুম সহ্য করেছিলেন। সেই জেল খানার বন্দী জীবন থেকে তিনি বিপ্লবী। তিনি সংগ্রামী। তার কথা এবং কর্মের স্পীড ও সাহসিকতা তখন থেকে অনেকগুণ বেড়ে যায়। কথাগুলো জাদুময় ও কলমে হয়ে যায় ক্ষুরধার। তিনি সেই থেকে যেসব বক্তৃতাগুলো করেন, সবই যেন দুর্বার গতিতে ছুটে চলে।


এরপর ফ্যাসিবাদের পতনের আগে আবার তিনবছর ছিলেন জেলখানায়। তবে এটা ছিল অনেক বেদনাদায়ক। বলা যায় কালের মহা জুলুমের যাঁতাকলে তাঁকে পেষা হয়েছিল।নির্জলা মিথ্যার বোঝা চাপানো হয়েছিল তাঁর কাঁধে। জেলখানার সে দিনগুলো ছিল বড্ড ভয়াবহ।তবে জালিমের রক্তচক্ষু ফাঁকি দিয়েও তিনি কলমের লড়াই অব্যহত রেখেছিলেন।


আরো মজার বিষয় হলো, জেলখানাতে তাঁর উপরে কঠোর নজরদারি ছিল। কী করছেন, কী লিখছেন সে ব্যাপারেও ফ্যসিবাদের দোসররা আড়ি পেতে থাকত। একারণে তিনি উর্দু ভাষায় জেলখানার জুলুম নির্যাতনের কাহিনী লিপিবদ্ধ করেন। যেটা ছিল চ্যালেঞ্জ। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি এক পান্ডুলিপি দাঁড় করেছেন, যেটা জাতিকে নতুন পথ দেখাবে।

জেল খানার দুর্বিসহ জীবনের কথা অনেকেই চেপে যেতে চান। কিন্তু সাহসী মানুষগুলো কলমের খোঁচাতে ফুটিয়ে তোলেন। যাতে পরবর্তি মানুষেরা জুলুমের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে। তেমনি এক মহান ব্যক্তি মাওলানা মামনুল হক। তিনি জালিমের বন্দীশালায় থেমে যান নি। থেমেও থাকে নি তাঁর কলম। কারার লৌহকপাটের মধ্যেও বল্গাহীন ভাবে তাঁর কলম চলেছে।

মাওলানা মামুনুল হক সাহেব এর জেলখানার জীবন নিয়ে উর্দু ভাষায় এক লিখনী দাঁড় করেছেন। অবশ্যই সেখানে ফ্যাসিবাদের নির্যাতন- জুলুমের কথা রয়েছে। যেসব অজানা কথা জাতিকে নতুন দিগন্তে পৌছে দেবে। আমরা আশাবাদি জনাবের কর্মগুলো দ্রুত প্রকাশ হয়ে আসুক, সেই বাসনা রইল।

আল্লাহুম্মা আমিন।

শেয়ার করুন:

Related Articles

Leave a Comment