Home দেশরিকশাচালকদের মাঝে গেঞ্জি বিতরণ; মাদানী মজলিস বাংলাদেশ এর ব্যতিক্রমী উদ্যোগ

রিকশাচালকদের মাঝে গেঞ্জি বিতরণ; মাদানী মজলিস বাংলাদেশ এর ব্যতিক্রমী উদ্যোগ

by .

রাজধানীর রামপুরা পাওয়ার হাউজ এলাকায় আজ ২৫ আগস্ট ২০২৫, সোমবার বাদ এশা অনুষ্ঠিত হয় এক ভিন্নধর্মী মানবিক আয়োজন। শায়খুল হাদীস আল্লামা মুফতী হাফীজুদ্দীন দা.বা. এর তত্বাবধানে পরিচালিত সেবামূলক সংগঠন ‘মাদানী মজলিস বাংলাদেশ’ এর উদ্যোগে প্রায় শতাধিক রিকশাচালক ভাইদের মাঝে মাদানী মজলিস বাংলাদেশ এর লগো খচিত গেঞ্জি বিতরণ করা হয়।

শুরুতে সংগঠনের সদস্যরা এলাকার নিকটবর্তী প্রতিবেশী গ্যারেজগুলোতে যান। সেখানে রিকশাচালক ভাইদের সঙ্গে আন্তরিক আলাপচারিতা ও কালেমা এবং নামাজের দাওয়াত প্রদান করেন। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে-তাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় নতুন গেঞ্জি।

এরপর কর্মসূচি চলে রামপুরা পাওয়ার হাউজ স্পটে। সেখানে রাস্তায় চলাচলরত বহু রিকশাচালক ভাইদের হাতে এই উপহার পৌঁছে দেওয়া হয়। হাদিয়া পেয়ে রিকশাচালক ভাইয়েরা অত্যন্ত খুশি ও আনন্দ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, উপহার বিতরণের মধ্য দিয়ে আমরা সমাজের অসহায় দরিদ্র পীড়িত শ্রমজীবী মানুষের দুয়ারে কালেমার দাওয়াত পৌঁছে দিতে চাই।

উক্ত গেঞ্জি বিতরণ কর্মসূচিতে সরেজমিনে উপস্থিত ছিলেন- মাদানী মজলিস বাংলাদেশ এর উদ্যমী কর্মী মুফতী মাহবুবুর রহমান, মুফতী আব্দুল্লাহ ইউসুফ,আরো ছিলেন মাওলানা খাইরুজ্জামান, মাওলানা সাদ, মাওলানা সুলাইমান, মাওলানা সাকিব, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা রহমাতুল্লাহ এবং মাওলানা মাহবুব সহ অন্যান্য দ্বীনি ভাই।

মাদানী মজলিস বাংলাদেশ এর এই ব্যতিক্রমী আয়োজন প্রমাণ করে যে, দ্বীনের দাওয়াত কেবল মসজিদ-মাদরাসার গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং তা পৌঁছে দিতে হবে শ্রমঘামে ভেজা রিকশাচালকদের হৃদয়েও। শায়খুল হাদীস আল্লামা মুফতী হাফীজুদ্দীন সাহেব দা.বা.- এর দূরদর্শী নেতৃত্ব ও মানবিক প্রেরণাই মাদানী মজলিস বাংলাদেশকে এমন জনমুখী উদ্যোগে অনন্য করে তুলেছে। তিনি যেমন বয়ানে কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করেন, তেমনি বাস্তব জীবনের মাঠেও অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে ইসলামের সৌন্দর্যকে জীবন্ত করে তুলছেন।

মাদানী মজলিস বাংলাদেশের কার্যক্রমের মূলধারা হলো-কালেমা ও নামাজের দাওয়াত প্রচার, যুবসমাজকে গুনাহ থেকে বাঁচানো, ছাত্র-যুবকদের দ্বীনি ও নৈতিক শিক্ষা প্রদান, এবং সমাজে দরিদ্র-অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এ ধারাবাহিকতায় তারা যেমন গেঞ্জি বিতরণের মতো ক্ষুদ্র উদ্যোগে আন্তরিক ভালোবাসা পৌঁছে দিচ্ছে, তেমনি ভবিষ্যতেও সামাজিক ও মানবিক সেবার নানা কর্মকাণ্ডে অগ্রসর হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

এ ধরনের উদ্যোগ প্রমাণ করে – মাদানী মজলিস বাংলাদেশ কেবল একটি সংগঠন নয়, বরং এটি দাওয়াত, মানবতা ও ভালোবাসার এক সমন্বিত প্ল্যাটফর্ম।

শেয়ার করুন:

Related Articles

Leave a Comment