Home আন্তর্জাতিকসিস্তান-বেলুচিস্তানে ইরানের অভিযান: ১৩ সন্ত্রাসী নিহত, বহু আটক

সিস্তান-বেলুচিস্তানে ইরানের অভিযান: ১৩ সন্ত্রাসী নিহত, বহু আটক

by .

ছবিঃ সংগৃহীত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একাধিক সফল অভিযান চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে অন্তত ১৩ জন সন্ত্রাসী নিহত ও আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের কুদস বেস জানিয়েছে, গোয়েন্দা মন্ত্রণালয়ের সহযোগিতায় ইরানশাহর, খাশ এবং সারাভান এলাকায় বুধবার ভোরে যৌথ অভিযান চালানো হয়। এসব অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফারাজার (FARAJA) মুখপাত্র জেনারেল সাঈদ মনতাজের আলমাহদি জানিয়েছেন, সম্প্রতি ইরানশাহরে পুলিশের একটি ঘাঁটিতে প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদেরও হত্যা করা হয়েছে। তিনি বলেন, বুধবার ভোরে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় পরিচালিত অভিযানে ওই হামলার সঙ্গে জড়িত ৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের কাছ থেকে পুলিশের ঘাঁটি থেকে লুট করা অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এর আগে ২২ আগস্ট সশস্ত্র সন্ত্রাসীরা খাশ-ইরানশাহর সড়কে পুলিশের দুইটি টহল ইউনিটের ওপর হামলা চালায়। ওই হামলায় পাঁচজন পুলিশ সদস্য নিহত হন। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ সদস্য হত্যার এই হামলার দায় স্বীকার করেছে তথাকথিত জঙ্গি সংগঠন জইশ আল-আদল। সংগঠনটি ইরানশাহরের দমান জেলায় সংঘটিত হামলার দায়িত্ব নিজেদের বলে দাবি করেছে।

শেয়ার করুন:

Related Articles

Leave a Comment