আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ ঈসায়ী, সোমবার সকাল ৯টায়, জামিয়াতুল আসআদ আল-ইসলামিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুগান্তকারী গ্রন্থ “মাকতুবাতে শায়খুল ইসলাম” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
উল্লেখযোগ্য এই গ্রন্থটি – শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ.- এর অমূল্য পত্রাবলীসমূহের সংকলন, যা বাংলায় অনুবাদ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম, তরুণ প্রজন্মের হৃদয়ের প্রেরণা, পীরে কামেল, শায়খে ত্বরিকত, আল্লামা মুফতী হাফীজুদ্দীন দা.বা.। দাওয়াহ ও ইলমের এই অনন্য দিগন্তে গ্রন্থটির প্রকাশনা নিঃসন্দেহে এক মহতী মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতবর্ষের দাওয়াতী ও ইলমী অঙ্গনের সুপরিচিত শীর্ষ ব্যক্তিত্ব, কায়েদে মিল্লাত হযররত মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী দা.বা.- এর সাহেবযাদা মাওলানা সায়্যিদ হুসাইন মাদানী দা.বা.।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস আল্লামা মুফতী হাফীজুদ্দীন দা.বা., যিনি একাধারে ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ.-এর সুযোগ্য খলিফা এবং জামিয়া শারইয়্যাই মালিবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল।
অনুষ্ঠানটি আয়োজনে রয়েছে “মাদানী মজলিস বাংলাদেশ”, যারা বরাবরের মতোই ইসলামী চিন্তা-চেতনা ও সাহাবায়ে কিরামের উত্তরাধিকারের ধারা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করতে নিবেদিত।
আয়োজকেরা জানিয়েছেন, এই অনুষ্ঠানে দেশের বরেণ্য আলেমগণ, শিক্ষার্থী, গবেষক ও সচেতন মহল উপস্থিত থাকবেন। মোড়ক উন্মোচনের পাশাপাশি আলোচিত হবে শায়খুল ইসলাম মাদানী রহ.-এর জীবন ও কর্ম, বিশেষত তাঁর রাজনৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক অবদানের তাৎপর্য।
“মাদানী মজলিস বাংলাদেশ” সবার প্রতি অনুরোধ জানিয়েছে “উক্ত বরকতময় মাহফিলে সবান্ধব উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলুন।”