আধুনিক জীবনে ইন্টারনেট এখন এক অপরিহার্য সঙ্গী। ঘরে-বাইরে, অফিস থেকে শুরু করে ক্যাফে পর্যন্ত—প্রায় সর্বত্রই ওয়াই-ফাই নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা বাড়ছে। মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা স্মার্ট ডিভাইসের ব্যবহার আমাদের জীবনকে সহজ করেছে বটে, তবে এর রেডিয়েশন মানব শরীরের জন্য ক্ষতিকর কি না—তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে।
মেডিকেল কলেজ অব উইসকনসিনের রেডিয়েশন অনকোলজির অধ্যাপক জন মোল্ডারের নেতৃত্বে ২০১৩ সালে পরিচালিত একটি পর্যালোচনা গবেষণায় দেখা যায়, ওয়াই-ফাই রেডিয়েশনের প্রভাব একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।
মূলত ওয়াই-ফাই রাউটার ও মোবাইল ফোন রেডিও ওয়েভ ব্যবহার করে তথ্য আদান-প্রদান করে। ১৯৫০-এর দশক থেকেই মানুষের শরীরে রেডিও ওয়েভের প্রভাব নিয়ে গবেষণা শুরু হয়। সে সময় শক্তিশালী রাডার ব্যবহারের কারণে নৌবাহিনীর সদস্যদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দেয়।