Home আন্তর্জাতিকপাকিস্তানের পাঞ্জাবে বন্যায় নিহত ১৩

পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় নিহত ১৩

by .

ছবি: ডয়চে ভেলে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যায় আরও ১৩ জন প্রাণ হারিয়েছেন। আজাদ কাশ্মীরে মারা গেছেন একজন। রাভি ও চেনাব নদীর পানি বাড়ায় চলতি সপ্তাহে ভয়াবহ বন্যা দেখা দেয় পাকিস্তানের বিভিন্ন প্রদেশে। এজন্য ভারী বৃষ্টি নয়, ভারত থেকে নেমে আসা ঢলকে দায়ী করছে ইসলামাবাদ।

এই বন্যায় পাঞ্জাবের অন্তত পাঁচ লাখ মানুষের বাস্তচুত্যের কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এছাড়া আরও বিপুলসংখ্যক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, ভারতের পানি বণ্টন চুক্তি স্থগিত ও একটি ব্যারাজের গেট ভেঙে পড়ায় বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। 

ভূমিধস, প্রবল বৃষ্টিতে জম্মু-কাশ্মীরে ১১ মৃত্যু

এদিকে ভারতের জম্মু ও কাশ্মীরে রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে  চার শিশুসহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

বন্যায় লোকালয়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেওয়ার পাশাপাশি অনেক সেতু ভেঙে পড়েছে। এর আগে বুধবার জম্মুতে বৈষ্ণো দেবীর মন্দিরে যাওয়ার পথে ভূমিধসে ৪১ জনের মৃত্যু হয়। দুই দেশেই আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্ক বার্তায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

Related Articles

Leave a Comment