আফগানিস্তানে গত ৩১ আগস্ট গভীর রাতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৮০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৩,০০০ জন আহত হয়েছেন। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কুনার ও নাঙ্গরহার প্রদেশের বহু গ্রাম। এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মাদানী মজলিস বাংলাদেশ এর সভাপতি শায়খুল হাদীস আল্লামা মুফতী হাফীজুদ্দীন দা.বা।
তিনি জানান “আফগানিস্তানের এই বিপর্যয় সমগ্র মুসলিম উম্মাহর জন্য বড় পরীক্ষা। আহত-নিহতদের পরিবারের দুঃখ-দুর্দশাকে নিজেদের দুঃখ হিসেবে উপলব্ধি করে আমাদের সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। আর্থিক সহায়তা, মানবিক সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।”
শায়খ আরও বলেন, “যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য মাগফিরাত ও জান্নাতের দোয়া করা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। মুসলমানরা এক দেহের মতো-এক অঙ্গ ব্যথিত হলে পুরো দেহই কষ্ট পায়।”
তিনি বাংলাদেশসহ বিশ্ববাসীকে আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দ্রুত ত্রাণ কার্যক্রম চালু করার আহ্বান জানান।