Home আন্তর্জাতিকইসরায়েলকে গণহত্যার অভিযোগের হুমকি দিয়েছে স্পেন : নেতানিয়াহু

ইসরায়েলকে গণহত্যার অভিযোগের হুমকি দিয়েছে স্পেন : নেতানিয়াহু

by .

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের ওপর ‘গণহত্যার ট্যাগ’ বসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ অভিযোগের পর শুক্রবার মাদ্রিদে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইসরায়েল ও স্পেনের এই বিরোধ দীর্ঘ কয়েক মাস ধরে চলা উত্তেজনার অংশ।

সমাজতান্ত্রিক নেতা সানচেজ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কড়া সমালোচক।

গত বছর মে মাসে তিনি ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়েই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেন। তিনি ইউরোপের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা যিনি ইসরায়েলের অভিযানের বিষয়টি ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছেন।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস দেশটির অ্যান্টেনা ৩ টেলিভিশনকে বলেন, ‘নেতানিয়াহু গাজায় যে নৃশংসতা চালাচ্ছেন, এর মধ্য থেকে তিনি অন্যদের উপদেশ দেওয়ার যোগ্য নন।’ বৃহস্পতিবার নেতানিয়াহুর দপ্তর থেকে এক্সে দেওয়া পোস্টের প্রতিক্রিয়ায় পর তিনি এই মন্তব্য করেন।

ওই পোস্টে সানচেজের বক্তব্যকে ইসরায়েলের প্রতি হুমকি হিসেবে দেখানো হয়েছিল। এটি ছিল দুই দেশের মধ্যে সর্বশেষ উত্তপ্ত বাকযুদ্ধ।

গত সোমবার স্পেনের প্রধানমন্ত্রী গাজায় ‘গণহত্যা বন্ধ করতে’ একাধিক পদক্ষেপের ঘোষণা দেন। এর মধ্যে ছিল ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা, ইসরায়েলি সেনাদের জ্বালানি বহনকারী নৌযানে নিষেধাজ্ঞা এবং অবৈধ বসতি থেকে আমদানিতে সীমাবদ্ধতা।

সানচেজ তার ভাষণে বলেন, ‘স্পেনের পারমাণবিক বোমা নেই, বিমানবাহী রণতরি নেই, বড় তেল মজুদও নেই। আমরা একা ইসরায়েলের আক্রমণ থামাতে পারব না। কিন্তু তাই বলে আমরা চেষ্টা বন্ধ করব না।’ এরপর বৃহস্পতিবার নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া পাল্টা বিবৃতিতে বলা হয়, ‘স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, স্পেনের পারমাণবিক অস্ত্র নেই বলে ইসরায়েলকে থামাতে পারবে না। এটি বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট গণহত্যামূলক হুমকি।

কয়েক ঘণ্টা পর স্পেনের পররাষ্ট্রও মন্ত্রণালয় জবাব দেয়। এক বিবৃতিতে তারা জানায়, ‘স্পেনের জনগণ যেমন ইসরায়েলি জনগণের বন্ধু, তেমনি ফিলিস্তিনি জনগণেরও বন্ধু।’ তারা নেতানিয়াহুর অভিযোগকে ‘মিথ্যা ও মানহানিকর’ বলে নিন্দা জানায়।

এই বিরোধের কারণে ইসরায়েলের এখন স্পেনে কোনো রাষ্ট্রদূত নেই। গত সোমবার স্পেনও ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর স্পেনের বিরুদ্ধে ‘ইসরায়েলি ও ইহুদিবিদ্বেষী প্রচারণা’ চালানোর অভিযোগ তোলার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

সূত্র : এএফপি

শেয়ার করুন:

Related Articles

Leave a Comment