Home ইসলামশায়খ আরীফ উদ্দীন মারুফের সাথে আরবের শীর্ষ প্রকাশকদের সৌজন্য সাক্ষাত

শায়খ আরীফ উদ্দীন মারুফের সাথে আরবের শীর্ষ প্রকাশকদের সৌজন্য সাক্ষাত

by .

সম্প্রতি আরব বিশ্বের স্বনামধন্য প্রকাশনা সংস্থার তিনজন শীর্ষ ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জামিআ ইকরা বাংলাদেশ- এর রঈস, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজ ও মুফাসসির, বিশিষ্ট আরবি সাহিত্যিক শায়খ আরীফ উদ্দীন মারুফ। গত ১২ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে জামিআ ইকরায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রকাশনা জগতের এই সম্মানিত অতিথিরা জামিআ ইকরা বাংলাদেশ পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক কাঠামো দেখে গভীর মুগ্ধতা প্রকাশ করেন। বিশেষত শায়খ আরীফ উদ্দীন মারুফের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরি আতিথেয়তা তাদের হৃদয়ে বিশেষ প্রভাব ফেলে।

অতিথিগন

আরব বিশ্বের এই মেহমানদের মধ্যে ছিলেন কায়রোর ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা মুয়াসসাসা আর-রিসালা-এর স্বত্বাধিকারী শায়খ হিশাম আব্দুর রহিম, দারু ইবনে হাযম-এর কর্ণধার শায়খ আহমাদ এবং লেবাননভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান দারুল কুতুব আল-ইলমিয়্যাহ-এর মার্কেটিং প্রধান জিহাদ বিন মুহাম্মাদ আলী বাইদুন। জামিআ ইকরায় আগমনের মুহূর্তে শায়খ আরীফ উদ্দীন মারুফ তাঁদের আন্তরিক অভ্যর্থনা জানান।

আলোচনা ও মতবিনিময়

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি ইসলামি জ্ঞানচর্চা, প্রকাশনা শিল্পের সম্ভাবনা এবং বাংলাদেশ ও আরব বিশ্বের ইলমি সম্পর্ক উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়। শায়খ আরীফ উদ্দীন মারুফের আরবী ভাষা ও ইসলামী জ্ঞানচর্চায় দক্ষতা মেহমানগণের মনে বিশেষভাবে প্রভাব ফেলে এছাড়া শায়খুল জামিআ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এর ব্যপারে আলোচনা হয়। রঈসুল জামিআ তাঁর সকল কাজের ব্যপারে মেহমানদের অবগত করেন। অথিতিগণ শায়খুল জামিআর সুস্থতার জন্য দুআ করেন।

প্রকাশনার নতুন দিগন্ত

বৈঠকের এক পর্যায়ে দারুল কুতুব আল-ইলমিয়্যাহ শায়খ আরীফ উদ্দীন মারুফের তিনটি গ্রন্থ প্রকাশে আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকাশনাগুলো পর্যালোচনা করে অতিথি প্রকাশকগণ আন্তরিক প্রশংসা করেন এবং এর আন্তর্জাতিক মান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

জামিআ পরিদর্শন

বৈঠক শেষে অতিথিবৃন্দ জামিআর পাঠাগার ও একাডেমিক ভবন ঘুরে দেখেন। এ সময় তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং মূল্যবান গ্রন্থ হাদিয়া প্রদান করেন।

উল্লেখ্য, এই আরব প্রকাশকগণ বর্তমানে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলমান মাসব্যাপী ইসলামী বইমেলায় অংশ নিতে বাংলাদেশ সফর করছেন। এবারের মেলায় প্রথমবারের মতো মিশর ও লেবাননের আন্তর্জাতিক প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণে আয়োজনটি এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

শায়খ আরীফ উদ্দীন মারূফের আরব বিশ্বের প্রকাশকদের সঙ্গে তাঁর এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ বাংলাদেশ ও আরব বিশ্বের মধ্যে সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একইসাথে, তাঁর গ্রন্থসমূহ আরব বিশ্বে প্রকাশিত হলে বাংলাভাষী আলেমদের বৌদ্ধিক ও সাহিত্যিক অবদান আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা পাবে

শেয়ার করুন:

Related Articles

Leave a Comment