25
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটা উপলক্ষ হয়ে উঠেছে হোয়াইটওয়াশের। এমন ম্যাচে শারজায় টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টাইগারদের।
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি থাকলেও কখনো ৩-০তে হোয়াইটওয়াশ করা হয়নি। তবে এবার ঘোচতে পারে সেই অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে ইতিহাস গড়ার পথেই আছে বাংলাদেশ।
ইতিহাস গড়তে একাদশে খুব বেশি পরিবর্তন আনেনি টাইগাররা। তাওহীদ হৃদয়ের ফেরার কথা থাকলেও ফেরা হয়নি। কেবল মোস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন তানজিম সাকিব।
খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
বাংলাদেশের পণ্য
একাদশ : তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলি, শামিম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, সাইফুদ্দিন, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।