ইতিহাস পড়তে ভালোবাসি;বিশেষ করি সিরাত।
সিরাতের পরতে পরতে আবু জাহেল আবু লাহাব উতবা শায়বা কর্তৃক মহানবী সাঃ আবু বকর উছমান বেলাল আম্মার খাব্বাব (রাযিঃ) সহ অসংখ্য সাহাবী বছরের পর বছর, মাসের পর মাস নির্যাতনের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন দেশ ত্যাগ করেছেন।
তারমানে ব্যাপারটা দাঁড়াল, ইসলামের শুরু থেকেই কাফের কর্তৃক মুসলমানরা নির্যাতিত। তবে সত্যকথা হচ্ছে, মুসলমান দ্বারা মুসলমান কখনো নির্যাতিত হননি।
ইসলামের শুরু যুগ থেকেই কেউ কুরআন পড়লে, দাড়ি রাখলে মসজিদমুখী হলে বাহবা পেতেন আর এসব ভালো কাজে পিছিয়ে থাকলে হতেন তিরস্কারের শিকার।
ইসলামের সোনালী ইতিহাস থেকে এই সেদিন পর্যন্ত মুসলমানদের অতীত এমন রঙিন ছিল।
কিন্তু আজ ১৪৪৭ হিজরিতে হয়েছে পুরো উল্টো।
আজ কুরআন পড়লে,দাড়ি রাখলে মসজিদমুখী হলে,নেকাব বোরকা পরলে স্বয়ং একদল মুসলমান অপরদলকে বলে জঙ্গী,মৌলবাদী আদিম যুগের মানুষ!
মুসলিম হিসেবে আমার কষ্ট ঠিক এইখানে।
লজিক হল,ভারত মুসলমানদের জঙ্গি বলতে পারে,আমেরিকা বলতে পারে,চীন রাশিয়া বলতে পারে, ইজরায়েল বলতে পারে কারণ তারা তো আবু জাহেলদের অনুসারী কিন্তু আবু বকর ওমরের অনুসারী মুসলমানরা কিভাবে মোল্লা মৌলভীদের দেখে দাড়ি টুপি বোরকা দেখলে তেলেবেগুনে জ্বলে উঠে আমি বুঝি না।
মনে প্রশ্ন ও সন্দেহ জাগে,তাহলে এরা কি সত্যিই আবু বকরের অনুসারী নাকি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী?
কিন্তু এভাবে আর কতকাল!
প্রিয় পাঠক আমার!
আল্লাহর ওয়াস্তে মেধাটা কাজে লাগান, ক্ষমতার মোহে দলকানা হয়ে ইসলামের বিরুদ্ধে মুখ খুলবেন না। প্রকৃত ইসলাম লালন করেন যুগের হক্কানি উলামায়ে কেরাম সুতরাং গণহারে আলেম উলামাদের নাম নিয়ে ব্যঙ্গ করবেন না,অন্ততঃ নিজেকে সংযমী করুন, সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে তাই না বলে, চোখবুঁজে শেয়ার না করে বিবেককে জিজ্ঞেস করুন।
আজ মুসলিম হয়ে উলামায়ে কেরামকে গালি দিয়েন না,আল্লাহর ওয়াস্তে ধর্ম অবমাননা করবেন না।
এ স্বভাব ইহুদি খৃষ্টানদের কক্ষনো মুসলিমদের নয়,ইহুদি খৃষ্টানদের পাদ্রী আর ইসলামের আলেম উলামা কখনো এক নয়।
আলেম উলামারা কি ফেরেস্তা?
এই প্রশ্ন ছুঁড়ে নিজের দিকে তাকানো ভুলে যাবেন না।
তাঁরা তো নামাজ কালাম পড়ছেন,আল্লাহকে ডাকছেন,ইসলামের স্বপক্ষে দাঁড়িয়ে আছেন,সহযোগিতা না করতে পারলে কমপক্ষে ধাক্কা দিয়েন না।
পরিণামে লাভ হবে বেদ্বীন মুশরিকদের আর আমরা মুসলমানরা ক্ষতিগ্রস্ত হব,হেরে যাব।
যার পিছনে নামাজ পড়ছেন তাকে গালি না শুনিয়ে একটি সূরা শুনান, কালিমা শুনান ভুলগুলো শুধরে নিন।
মনে রাখবেন, দিনশেষে কবরই মুসলমানদের ঠিকানা আর যুগের হক্কানি আলেমগণ আমাদের পথ প্রদর্শক।