Home আন্তর্জাতিক‘ইসলামী বিশ্বের জন্য ন্যাটো-স্টাইলের নিরাপত্তা প্রয়োজন’

‘ইসলামী বিশ্বের জন্য ন্যাটো-স্টাইলের নিরাপত্তা প্রয়োজন’

by .

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। ছবি: স্ক্রিনশট/আল জাজিরা

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি কাতারে অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামী শীর্ষ সম্মেলনে ন্যাটো-স্টাইলের সমবায় নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের প্রস্তাব দিয়েছেন। 

তিনি বলেছেন, ‘যে কোনো আরব বা ইসলামী দেশের ওপর হামলা হলে তা সকলের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

শীর্ষ সম্মেলনে আল-সুদানি বলেন, ‘যেকোনো আরব বা ইসলামী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা আমাদের যৌথ নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।’ 

তিনি একটি ‘যৌথ আরব-ইসলামী কমিটি’ গঠনের প্রস্তাব করেছেন, যা তাদের অবস্থান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পৌঁছে দেবে।

তিনি যোগ করেন, ‘আমাদের একটি বাস্তব সুযোগ রয়েছে একটি পরিষ্কার বার্তা পাঠানোর, যা নিশ্চিত করবে যে আমাদের দেশের নিরাপত্তা কোনো আলোচনার বিষয় নয়।’

আল-সুদানি কাতারের ওপর হামলাকে ‘সীমা অতিক্রম করা এবং প্রতিটি মানবিক নীতি লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে সম্মেলনের নেতাদের আহ্বান জানান, ‘একক এবং সংহত আরব-ইসলামী অবস্থান গ্রহণ করে হামলার নিন্দা জানাতে’ এবং যুদ্ধবিরতির জন্য একটি ব্যাপক রোডম্যাপ তৈরি করতে।

তিনি সতর্ক করেছেন, ইসরাইলকে প্রতিহত না করলে ‘অবস্থা আরও অস্থিতিশীল হবে এবং কোনো পক্ষের নিরাপত্তা অর্জন সম্ভব হবে না।’

এই প্রস্তাব ও আলোচনা আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) দ্বারা জরুরি প্রোগ্রামের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন:

Related Articles

Leave a Comment